কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর পক্ষ হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধামরাই, ঢাকার আয়োজনে আজ কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন গ্রুপের সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিরেটস প্রফেসর ডা এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, উপদেষ্টা সদস্য, কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট।
ডা. নূর রিফফাত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ধামরাই, ঢাকার সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন শাহানা পারভীন, জাতীয় সম্বন্বয়ক, ডা. ফরিদ হোসেন মিয়া, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য, ডা. আবুল ফজল মো সাহাবুদ্দিন, সিভিল সার্জন, হোসেন মোঃ হাই জকি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আতিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিরাজ উদ্দিন সিরাজ, ভাইস চেয়ারম্যান, ধামরাইসহ পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ সহ প্রমূখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস