Title
শুরু হচ্ছে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড -১৯ ভ্যাক্সিনেশন
Details
আগামীকাল 11/10/2022 থেকে শুরু হচ্ছে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড -১৯ ভ্যাক্সিনেশন।
সকাল ৯ থেকে দুপুর ১টা পর্যন্ত এই ভ্যাক্সিনেশন চলবে।

১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে সুরক্ষা টিকা কার্ড রেজিষ্ট্রেশন করুন।

সুরক্ষা টিকা কার্ডসহ আপনার শিশুকে নিয়ে সরকারি হাসপাতালে আসুন।

সুরক্ষা টিকা কার্ডটি স্ক্যান করে আপনার শিশুকে টিকা দিন।

শিশুর সুস্থতা নিশ্চিত করুন।

মূল কেন্দ্রের পাশাপাশি আরও ৪টি কেন্দ্রে আগামীকাল এই টিকা কার্যক্রম চলবে।

কেন্দ্র সমূহ-

মূল কেন্দ্র- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধামরাই, ঢাকা
১. যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
২. চরসুঙুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩. রঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪. নুরুল হক ফাজিল মাদ্রাসা, নান্নার