Title
Wokshop on Health Sector Response to Gender Based Violence
Details
২৮/৬/২০২২ ইং তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ধামরাই ঢাকায় Health Sector Response to Gender Based Violence শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত সচিব শাহাদাৎ হোসেন, মহাপরিচালক, হেলথ ইকোনমিক ইউনিট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মমজাত সাদ উদ্দিন আহমেদ, বিপিএটিসি, প্রফেসর ডা ফারহানা দেওয়ান, ডা. খলিলুর রহমান, পরিচালক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ভাইস চেয়ারম্যান সিরাজউদ্দিন, ইউএনও হোসেন মোঃ হাই জকি, ইউএইচএফপিও ডা. নূর রিফফাত আরা, ডা. ফেরদৌসী, uhfpo, সাভার (ইন চার্জ), অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান সহ ধামরাই উপজেলার চিকিৎসকবৃন্দ, বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও প্রমুখ।
উক্ত কর্মশালার সভাপতিত্ব করেন ডা. ফরিদ হোসেন মিয়া, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য, ঢাকা।